চ্যাটজিপিটি নিয়ে নাদেলাকে ইলন মাস্কের খোঁচা

চ্যাটজিপিটি নিয়ে নাদেলাকে ইলন মাস্কের খোঁচা

২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই-এর তৈরি চ্যাটবট চ্যাটজিপিটি। এবার এসেছে এর সর্বশেষ সংস্করণ — চ্যাটজিপিটি-৫। নতুন সংস্করণ ঘোষণা হতেই টেসলা প্রধান ইলন মাস্ক মাইক্রোসফট সিইও সত্য নাদেলাকে রসিকতার ছলে সতর্ক করলেন— “ওপেনএআই এবার মাইক্রোসফটকে জ্যান্ত গিলে ফেলবে।”

চ্যাটজিপিটি নিয়ে নাদেলাকে ইলন মাস্কের খোঁচাচ্যাটজিপিটি নিয়ে নাদেলাকে ইলন মাস্কের খোঁচা

সেই দিনই এক্স (পূর্বে টুইটার)–এ নাদেলা লিখলেন, “আজ জিপিটি-৫ আমাদের সব প্ল্যাটফর্মে চালু হলো — মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট, কোপাইলট, গিটহাব কোপাইলট ও আজুর এআই ফাউন্ড্রি সহ। এটাই এখন পর্যন্ত আমাদের অংশীদার ওপেনএআই-এর সবচেয়ে উন্নত মডেল। কোডিং, চ্যাট ও যুক্তি–তর্কের প্রশিক্ষণ আজুরে সম্পন্ন হয়েছে।”

এই পোস্ট শেয়ার করে ইলন মাস্ক মন্তব্য করেন— “ওপেনএআই মাইক্রোসফটকে জ্যান্ত খেয়ে ফেলবে।”

প্রতুত্তরে নাদেলা হালকা মজার সুরেই লেখেন— “মানুষ ৫০ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে— আর সেটাই আসল আনন্দ! প্রতিদিন নতুন কিছু শেখা, উদ্ভাবন করা, অংশীদার হওয়া এবং প্রতিযোগিতা করা। আজুরে গ্রোক ৪ নিয়ে আমি উত্তেজিত, এখন চোখ রাখছি গ্রোক ৫–এর দিকে।”

তবে নাদেলার উচ্ছ্বাসের মাঝেও চ্যাটজিপিটি-৫ নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং এর নির্মাতা স্যাম অল্টম্যান। এক সাম্প্রতিক পডকাস্টে তিনি জানান, এমন অনেক জটিল সমস্যার সমাধান চ্যাটজিপিটি-৫ এত দ্রুত দিয়েছে, যা তিনি নিজেও করতে পারেননি। অল্টম্যানের মতে, চ্যাটজিপিটির উন্নতি এতটাই দ্রুতগতির যে এটি এক প্রকার ‘স্বশাসিত’ মডেলে পরিণত হচ্ছে। যদিও তিনি নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা করছেন না, তবে বলছেন— এই বট এমন এক জগতে প্রবেশ করছে যেখানে তার বৌদ্ধিক ক্ষমতা মানুষের জ্ঞানসীমাকেও ছাড়িয়ে যেতে পারে।

Scroll to Top