চীনে ট্রান্সলেট সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিনী টেক জায়ান্ট গুগল। যথেষ্ট সেবাগ্রাহক মিলছিল না বলে এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
গত এক দশকে চীনের বাজার থেকে অনেক সেবা গুটিয়ে নিয়েছে গুগল। ২০১০ সালেই চীন থেকে সার্চ ইঞ্জিন সেবা গুটিয়ে নেয় গুগল।
সিএনবিসি জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডের জন্য পরিচালিত ওয়েবসাইট ব্যবহারের চেষ্টা করলে সেবাগ্রাহকদের ওয়েবসাইটের হংকংভিত্তিক সংস্করণে নিয়ে যাবে।
সোমবারের এক বিবৃতিতে গুগল বলেছে, “ব্যবহার কম হওয়ায় আমরা চীনের মূল ভূখণ্ডে গুগল ট্রান্সলেট বন্ধ করে দিচ্ছি।”
দীর্ঘ দিন ধরেই চীনের বাজারের সঙ্গে গুগলের সম্পর্ক সুখদ নয়। চীনের সরকার দেশটির বাজারে গুগল ম্যাপস এবং জিমেইল সেবা ব্লক করে রেখেছে।
ফলে সার্চ ইঞ্জিন বাইদু এবং সোশাল মিডিয়া জায়ান্ট টেনসেন্টর মতো স্থানীয় প্রতিষ্ঠানগুলো চীনের বাজারে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। সার্চ থেকে শুরু করে ট্রান্সলেট পর্যন্ত সবখাতেই স্থানীয় প্রতিদ্বন্দ্বী রয়েছে গুগলের। শুধু তাই নয়, পিক্সেল ফোনের উৎপাদন চীন থেকে ভিয়েতনামে সরিয়ে নিয়েছে গুগল।
সিএনবিসি জানিয়েছে, ২০১৮ সালে সার্চ ইঞ্জিন নিয়ে চীনের বাজারে ফেরার সম্ভাব্যতা বিবেচনা করেছিল গুগল। কিন্তু সে চেষ্টাও বিফলে যায়।