চাপে বাংলাদেশ – Allrounder BD

চাপে বাংলাদেশ – Allrounder BD
চাপে বাংলাদেশ – Allrounder BD

মিরপুর শেরই বাংলায় দ্বিতীয় ওয়ানডেতে শুরুতেই ৩ উইকেটে হারিয়ে বিপদে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬০ রান। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা তামিম ইকবাল অপরাজিত আছেন ৩৬ রানে। 

বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম ওয়ানেডে। ফিল্ডিংয়ে দেখা গেলেও সেদিন তামিমকে ব্যাটিং করতে দেখার সাধ মিটেনি দর্শকদের। তবে সেই সাধ মিটেছে আজ। ব্যাট হাতে মাঠে ফিরেছেন দলের অভিজ্ঞ ওপেনার। উইকেটে কঠিন হলেও বেশ বুঝে শুনেই খেলছিলেন তিনি।

তবে তামিমের সাথে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক লিটন। ষষ্ঠ ওভারে কাইলি জেমিসনের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অফ স্টাম্পের বাইরের শর্ট বল কাট করতে গিয়ে ডিপ থার্ডম্যানে বল তুলে দেন দাশ। সহজেই বল তালুবন্দি করেন রাচিন রবীন্দ্র। লিটনের ইনিংস থামে ১৬ বলে ৬ রানে।

এর আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুতে টাইগার বোলাররা জেকে ধরে কিউই ব্যাটারদের। তার ফল দেখা গিয়েছিল পাওয়ারপ্লেতেই। পেস বোলিংয়ের দাপট আর স্পিনারদের মিশেলে নিউজিল্যান্ডকে অল্প রানের আটকে ফেলার আশা ছিল বাংলাদেশ দলের। ১৬৬ রানে ৬ উইকেট শিকার করে সে পথেই এগোচ্ছিল লিটন দাশের দল।

কিন্তু নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা রান নিয়ে যান ২৫৪। এখানে কৃতিত্ব অনেকটা লিটনের মহানুভবতারও। ৪৫.৩ ওভারে ওভারে নন স্ট্রাইকে থাকা ইশ সোধিকে ‘মানকাডিং’ করেন পেসার হাসান মাহমুদ। তখনই আম্পায়ারের সাথে কথা বলে কিউই লেগ স্পিনারকে ফিরিয়ে আনেন লিটন। ১৭ রানে আউট হতে যাওয়া সোধি ইনিংসে যোগ করেন আরও ১৮ রান। তাদের সংগ্রহ দাড়ায় ২৫৪ রান।

Scroll to Top