চাঁপাইনবাবগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিককে পুশ-ইন | চ্যানেল আই অনলাইন

চাঁপাইনবাবগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিককে পুশ-ইন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার আলিমনগর ভুতপুকুর গ্রামে অভিযান চালিয়ে পুশ ইন করা ছয়জন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা মনতাজুর রহমান হাকুর হেফাজতে থাকা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।

সম্প্রতি ভারতীয় আধার কার্ড ও নাগরিকত্ব প্রমাণের নথিপত্রসহ তাদের আটক করা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকদের মধ্যে রয়েছেন দিল্লির সাহেবাবাদ গ্রামের মো. দানেশ (২৮), তার স্ত্রী মোছা. সোনালি খাতুন (২৬) এবং ছেলে মো. সাব্বির শখ (৮)। সোনালি খাতুন বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। এছাড়া পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের মোছা. সুইটি বিবি (৩৩) ও তার দুই ছেলে মো. কুরবান দেওয়ান (১৬) এবং মো. ইমাম দেওয়ান (৬) আটক হন।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ জুন দিল্লির কালীমাতা থানার পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করেছিল। পরদিন ২৫ জুন বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে জোরপূর্বক পুশ-ইন করে।

পরিবারের দাবি, আটকরা সবাই ভারতীয় নাগরিক। তাদের ফেরত আনার বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম জানান, “অসম সীমান্ত হয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। সম্প্রতি তারা চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছিলেন। তাদের কাছ থেকে ভারতীয় নথি উদ্ধার করা হয়েছে।

মানবাধিকারকর্মীরা বলছেন, অন্তঃসত্ত্বা নারীকে এভাবে পুশ-ইন করা কেবল অমানবিকই নয়, এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। বিএসএফের এই আচরণে ভারতের পুশ-ইন নীতি নিয়ে আবারও নিন্দার ঝড় উঠেছে।

Scroll to Top