চাঁদের কুমেরুতে সফল অভিযান ভারতের, চন্দ্রযানের সাফল্যে অভিনন্দন মমতা-অভিষেকের

চাঁদের কুমেরুতে সফল অভিযান ভারতের, চন্দ্রযানের সাফল্যে অভিনন্দন মমতা-অভিষেকের

মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস গড়ল ভারত ৷ নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল চন্দ্রযান-৩ ৷ চন্দ্রযানের সাফল্যের পরেই ট্যুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।চাঁদের কুমেরুতে সফল অভিযান ভারতের, চন্দ্রযানের সাফল্যে অভিনন্দন মমতা-অভিষেকের

ভারতের চন্দ্রযান-৩ যখন চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করল, তখন জোহানেসবার্গে বসে পুরো ঘটনা প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে ইসরোর সদর দফতরে বসে বিজ্ঞানীদের সঙ্গে সেই উৎকণ্ঠার মুহূর্তগুলির সাক্ষী থাকলেন তিনিও।

চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্ব পেল ইসরো।  চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে।  চাঁদের দক্ষিণ মেরু এখনও সবার কাছেই অজানা। পৃথিবীর আর কোনও দেশ সেখানে পৌঁছতে পারেনি। সেখানেই পৌঁছে নতুন কীর্তি গড়ল ভারত। তৈরি হল ইতিহাস ৷ দেশের তালিকায় চতুর্থ স্থান, আমেরিকা, রাশিয়া এবং চিনের পরেই নাম লেখাল ভারত।

গত চার বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ISRO-র একাধিক বিশেষজ্ঞ। প্রায় এক হাজার ইঞ্জিনিয়ার এবং গবেষকরা দিন-রাত কাজ করেছেন যাতে ভারত চাঁদ ছুঁতে পারে। একাধিক মানুষের মেধা, পরিশ্রম মেশানো রয়েছে চন্দ্রযান ৩ মিশনে।

Published by:Rachana Majumder

First published:

Tags: Chandrayaan 3

Scroll to Top