চলে গেলেন টারজানের নায়িকা সারা শেইন

চলে গেলেন টারজানের নায়িকা সারা শেইন
Nagod
Bkash July

হলিউড অভিনেত্রী সারা শেইন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ‘টারজান’স গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার (১৯৫৯)’ ছবিতে গর্ডন স্কটের বিপরীতে এবিং ‘দ্য কিং অ্যান্ড ফোর কুইনস’-এ ক্লার্ক গ্যাবলের সঙ্গে অভিনয় করেছিলেন।

সারা শেইনের মৃত্যু হয়েছে ৩১ জুলাই। খবরটি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার (২১ সেপ্টেম্বর)। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে অভিনেত্রীর।

Sarkas

ব্রিটিশ নির্মাতা জন গুইলারমিন পরিচালিত ‘টারজান’স গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার’-এ ‘জেন’ চরিত্রটি অনুপস্থিত ছিল। তার বদলে আমেরিকান মডেল ও পাইলট ‘অ্যাঞ্জি লরিং’ চরিত্রে দেখা গিয়েছে সারা শেইনকে। বনের রাজা টারজানের সঙ্গে তার আফ্রিকার জঙ্গলে দেখা হয়।

সারা শেইনের আরও কিছু উল্লেখযোগ্য সিনেমা হলো ‘থ্রি ব্যাড সিস্টার্স’ ও ‘অ্যাফেয়ার ইন হাভানা’, ‘ইস্টার প্যারেড’, ‘জুলিয়া মিসবিহেভস’ ও ‘ইথার উইলিয়ামস’ নেপচুন’স ডটার।’

সূত্র: হলিউড রিপোর্টার 

BSH

Scroll to Top