হাসপাতাল সূত্রে জানা গেছে, সমীরণ পরিচ্ছন্নকর্মী ও ইলিয়াছ অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু ফরেনসিক বিভাগে ডোম পদে কেউ না থাকায় লাশকাটার কাজ করতেন তাঁরা। কাল তাঁদের মধ্যে কথা–কাটাকাটি ও এর জেরে মারামারির ঘটনা ঘটে। সমীরণের ঘুষিতে ইলিয়াছ মাটিতে পড়ে চেতনা হারান। এ ঘটনার পর সমীরণসহ অন্যরা ইলিয়াছকে হাসপাতালে নিয়ে যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর বিভাগীয় প্রধান অধ্যাপক হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, রাতেই ইলিয়াসকে আইসিইউতে ভর্তির পর অস্ত্রোপচার করা হয়। আজ বেলা আড়াইটার পর মৃত ঘোষণা করা হয় তাঁকে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। এক সহকর্মী তাঁকে আঘাত করেন।
দুই সহকর্মীর মধ্যে কী নিয়ে কথা–কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে, তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। তবে ঘটনাটি তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে।