চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফার্মাসিস্ট পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২২ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৯ জন প্রার্থী অংশ নেবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ জুলাই চট্টগ্রামে অবস্থিত বন্দর ভবনের বোর্ডরুমে বেলা ১১টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
