চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে শিশু নিখোঁজ, তল্লাশিতে ফায়ার সার্ভিস – DesheBideshe

চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে শিশু নিখোঁজ, তল্লাশিতে ফায়ার সার্ভিস – DesheBideshe



চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে শিশু নিখোঁজ, তল্লাশিতে ফায়ার সার্ভিস – DesheBideshe

চট্টগ্রাম, ১৮ এপ্রিল – চট্টগ্রামের চকবাজারে রিকশাসহ নালায় পড়ে ৬ মাস বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টায় কাপাসগোলা নবাব হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নালায় বৃষ্টির পানির তোড়ে শিশুটি হারিয়ে গেছে। তবে শিশুর পরিচয় নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

এ বিষয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন বলেন, সন্ধ্যায় বেশকিছুক্ষণ বৃষ্টি হয়েছে। কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। রিকশায় ৬ মাস বয়সী শিশুসহ এক নারী যাত্রী ছিলেন। রিকশাটি নালায় পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা চালক ও ওই নারী যাত্রীকে উদ্ধার করেন। তবে নারীর কোলে থাকা শিশুটি পানির তোড়ে নিখোঁজ রয়েছে।

তিনি আরও বলেন, আমরা সাড়ে ৮টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুকে উদ্ধারে কাজ করছি। ডুবুরি চাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছাবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৮ এপ্রিল ২০২৫

 



Scroll to Top