সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন ঠিকানা খুঁজে নিলেন আর্জেন্টিনার তরুণ তারকা ক্লাউদিও এচেভেরি। চার বছরের চুক্তিতে রিভার প্লেট ছেড়ে নাম লিখিয়েছেন প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটিতে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ১৮ বর্ষী তারকাকে দলে টানার কথা জানিয়েছে ২০২৩ মৌসুমের ট্রেবলজয়ী ক্লাবটি। ২০২৮ সালের জুন পর্যন্ত ম্যানসিটির সঙ্গে চুক্তি করেছেন এই আর্জেন্টাইন। তবে এখনই ইংল্যান্ডের পাড়ি দিচ্ছেন না এচেভেরি। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ধারে রিভার প্লেটেই থাকবেন এচেভেরি। আগামী বছর জানুয়ারিতে যোগ দিবেন সিটিজেনদের ডেরায়।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আলো ছড়িয়েছেন তরুণ মিডফিল্ডার এচেভেরি। এরপরই নজরে আসেন ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা আগ্রহ প্রকাশ করেছিল সবার আগে। তবে কাতালান ক্লাবটিকে ফাঁকি দিয়ে আর্জেন্টাইন এই তরুণকে দলে টেনেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এচেভেরি। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে পেয়েছিলেন হ্যাটট্রিক। আসরে সব মিলিয়ে গোল করেন পাঁচটি। সবমিলিয়ে আলবিসেলেস্তে যুব দলে ২২ ম্যাচে ১২ গোল করেছেন তিনি।
বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি ছাড়াও তাকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানের মত ক্লাবগুলো।