গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: তিন আসামির ২ দিন করে রিমান্ড

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: তিন আসামির ২ দিন করে রিমান্ড

নারায়ণগঞ্জের পূর্বাচলে প্রাইভেট কারের চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে।

আজ রোববার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালতে এই তিনজনের পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এই তিন আসামি হলেন মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সড়ক নিরাপত্তা আইনের মামলায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Scroll to Top