গাজার খান ইউনিসে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনী হাসপাতাল এবং অ্যাম্বুলেন্সেও হামলা চালিয়েছে। খান ইউনিসে একটি স্কুলে আশ্রয় নেওয়া হাজারো বেসামরিক নাগরিকের ওপর হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরাইলের বোমা হামলার মুখে প্রাণ বাঁচাতে যারাই স্কুল ভবন ছেড়ে রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করেছে, তাদেরকেই গুলি করা হয়েছে। এমনকি আহতদের হাসপাতালেও নিতে দেয়নি ইসরাইলি সেনারা।
এদিকে, ইয়েমেনে হুথিদের বিভিন্ন স্থাপনায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হুথিদের রাডার লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।