গাজায় অনাহারে চার শিশুসহ আরও ১৫ ফিলিস্তিনির মৃত্যু | চ্যানেল আই অনলাইন

গাজায় অনাহারে চার শিশুসহ আরও ১৫ ফিলিস্তিনির মৃত্যু | চ্যানেল আই অনলাইন

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১৫ জন অনাহারে মারা গেছেন। তাদের মধ্যে চারজন শিশুও রয়েছে। এ নিয়ে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৩ জুলাই) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে কমপক্ষে ৮১ জনকে হত্যা করেছে। জাতিসংঘ ছিটমহলের পরিস্থিতি সাম্প্রতিক সময়ে মৃত্যু ও ধ্বংসযজ্ঞের ভয়াবহতা আরও তীব্র হচ্ছে বলে বর্ণনা করেছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহারে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজন শিশু রয়েছে। এ নিয়ে মোট ১০১ জনের মধ্যে ৮০ জন শিশু রয়েছে। গত কয়েক সপ্তাহে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।

চিকিৎসকদের মতে, মঙ্গলবার মারা যাওয়া শিশুদের মধ্যে ছয় সপ্তাহ বয়সী ইউসুফ আল-সাফাদি, যিনি উত্তর গাজা শহরের একটি হাসপাতালে মারা গেছেন এবং ১৩ বছর বয়সী আব্দুলহামিদ আল-গালবান, যিনি দক্ষিণ খান ইউনিসের অন্য একটি চিকিৎসা কেন্দ্রে মারা গেছেন।

ইউসুফের চাচা, আদহাম আল-সাফাদি, রয়টার্স সংবাদ সংস্থাকে বলেছেন, শিশুটির মা না খাওয়ার কারণে তাকে বুকের দুধ খাওয়াতে পারেননি। পরিবার তাকে খাওয়ানোর জন্য কোনো খাবার খুঁজে পাননি। তিনি বলেন, গাজায় কোথাও দুধ পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও একটি টিনের কৌটার দাম ১০০ ডলার গুনতে হবে।

Scroll to Top