গণসংগীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদ উদীচীর

গণসংগীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদ উদীচীর
গণসংগীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদ উদীচীর

বরগুনা জেলা শিল্পকলা একাডেমির ‘গণজাগরণের সাংস্কৃতিক উৎসবে’ গণসংগীত পরিবেশনায় বাধা দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সোমবার উদীচীর সভাপতি বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার গণজাগরণের সাংস্কৃতিক উৎসবে উদীচীর বরগুনা জেলা সংসদকে জাগরণী সংগীত পরিবেশনার আমন্ত্রণ জানানো হয়। সেখানে যে গানটি গাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেটি হলো ‘এমন দ্যাশে জনম মোদের, বলিবো কী আর ভাই/ এক বেলাতে ভাত জোটে তো, অন্য বেলায় নাই।’ আগের দিন রোববার বিকেলে বরগুনা জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে গানটির চূড়ান্ত মহড়া চলছিল। সে সময় জেলা শিল্পকলার কালচারাল অফিসার গানটি গাওয়া যাবে না বলে নির্দেশনা দেন। এর প্রতিবাদে উদীচীর বরগুনা জেলা সংসদ গণজাগরণের সাংস্কৃতিক উৎসবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Scroll to Top