খেলা শুরু হচ্ছে ১২ টায় – DesheBideshe

খেলা শুরু হচ্ছে ১২ টায় – DesheBideshe
খেলা শুরু হচ্ছে ১২ টায় – DesheBideshe

ঢাকা, ০৮ ডিসেম্বর – ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেছে। ক্ষতি পুষিয়ে নিতে শুক্রবার অর্থাৎ টেস্টের তৃতীয় দিন খেলা শুরুর বিষয়ে ভালো খবর দেয়া হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় দুই আম্পায়ার পুনরায় মাঠ পরিদর্শন করবেন। নতুন করে বৃষ্টি না আসলে এবং মাঠ পরিচর্যা সম্পন্ন হলে দুপুর ১২টায় শুরু হতে পারে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে ১১.২০ মিনিটে লাঞ্চের বিরতি দেয়া হয়েছে।

এক দিনের বেশি সময় পর আজ সকাল ৯ টা ১৫ মিনিটে ঢাকা টেস্টের পিচ থেকে সরেছে কাভার। রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ সকাল থেকেই উইকেট এবং আউটফিল্ড পরিদর্শন করছেন। ৯ টা ৫৫ মিনিটে একবার মাঠ পরিদর্শন করে আম্পায়াররা পরবর্তী পরিদর্শনের সময় জানান, সকাল ১১ টায়। তখনই মূলত নিশ্চিত হওয়া যায় ম্যাচ শুরুর সময়। দুপুর বারোটায় শুরু হচ্ছে তৃতীয় দিনের খেলা। এর আগে ১১ টা ২০ থেকে ১২ টা পর্যন্ত লাঞ্চ ব্রেক।

নিউজিল্যান্ড দল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে। বাংলাদেশ এগিয়ে আছে ১১৭ রানে। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে অবশ্য টাইগাররা গুটিয়ে যায় ১৭২ রান করতেই। প্রথম দিনের শেষ বিকালে মিরাজ, তাইজুলের স্পিন ঘূর্ণিতে চালকের আসনে ফিরে স্বাগতিকরা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৩

Scroll to Top