খাবার পানি নিতে যাওয়া শিশুদের ওপর ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ১০ | চ্যানেল আই অনলাইন

খাবার পানি নিতে যাওয়া শিশুদের ওপর ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ১০ | চ্যানেল আই অনলাইন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা জুড়ে ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। এবার গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরে পানি সংগ্রহ করতে যাওয়া শিশুদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়।

সোমবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার গাজার কেন্দ্রীয় নুসাইরাত শরণার্থী শিবিরে একটি পানি বিতরণ কেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়।

গাজার মেডিকেল সূত্রের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সাতজন শিশু ছিল। তারা খাবার পানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিল। এতে আরও কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।

গাজা সিটি মার্কেটে হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি, তবে তারা দাবি করছে, একজন ফিলিস্তিনি যোদ্ধাকে লক্ষ্য করে নুসাইরাতের ওপর হামলা করা হয়েছিল। এটি কারিগরি ক্রটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তবে ইসরায়েলি এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

একইদিন গাজা সিটি মার্কেটে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে বিশিষ্ট ডাক্তার আহমেদ কান্দিলও রয়েছেন।

এদিকে, রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় সংখ্যা ৫৮,০২৬ জনে দাঁড়িয়েছে। ৭ অক্টোবর, ২০২৩ তারিখে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। মন্ত্রণালয় জানিয়েছে যে, কমপক্ষে ১৩৮,৫০০ জন আহত হয়েছেন।

যুদ্ধ এবং ইসরায়েলের অবরোধের ফলে গাজার ২১ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে। অপুষ্টিতে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যুর ঘোষণা দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ।

Scroll to Top