ক্রিপটিক ফেইটের গানে গানে মুক্তিযুদ্ধের গল্প

ক্রিপটিক ফেইটের গানে গানে মুক্তিযুদ্ধের গল্প

শাকিবের ভাষ্যে, ‘এত দিন ধরে খুবই বাজে অবস্থা ছিল। এখন আরও ভালোভাবে ম্যানেজ করতে পারছি। সামনে কোনোমতেই বিদঘুটে লম্বা বিরতি হবে না। এখন নিয়মিত গান করছি।’

অ্যালবামের সাউন্ড ইঞ্জিনিয়ারিং করেছেন গিটারিস্ট ফারহান সামাদ, মাস্টার করেছেন এ কে রাতুল। এই অ্যালবাম স্পটিফাই, ইউটিউবসহ আরও কয়েকটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।

অদ্ভুত সেই ছেলেটির চমক
এই ব্যান্ডে চমক হিসেবে হাজির হয়েছেন ব্যান্ড তারকা সুমন। ‘বিদায়ের গান’টি গেয়েছেন অদ্ভুত সেই ছেলেটি; সঙ্গে রয়েছেন শাকিব চৌধুরী। ‘অদ্ভুত সেই ছেলেটি’ গানের সুবাদে এই নামেও পরিচিতি পেয়েছেন সুমন। এই গানের জন্য সুমনকে ছাড়া দ্বিতীয় কাউকে ভাবতে পারেননি শাকিব।

শাকিব বলেন, ‘এই গানের বিষয়বস্তু, ছেলেরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে যাচ্ছে। গানে দুই ধরনের ছেলের কথা বলছি। এক ধরনের ছেলে শান্তশিষ্ট। আরেক ধরনের ছেলে ডানপিটে। ডানপিটে ছেলের কথা মাথায় আসতেই অদ্ভুত সেই ছেলেটির কথা মনে পড়ল। সুমন ভাইকে বললাম, এই গানের সঙ্গে অদ্ভুত সেই ছেলেটির ব্যাপারটা যায়। আপনি গানটা গাইলে গর্ববোধ করব। সুমন ভাই গেয়েছেন, আমরা খুবই খুশি। গানটা খুব ভালো হয়েছে।’

Scroll to Top