কোহলিদের বিদায়, কোয়ালিফায়ারে রাজস্থান | চ্যানেল আই অনলাইন

কোহলিদের বিদায়, কোয়ালিফায়ারে রাজস্থান | চ্যানেল আই অনলাইন
কোহলিদের বিদায়, কোয়ালিফায়ারে রাজস্থান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চমক দেখিয়েই প্লে-অফে উঠেছিল র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নকআউট পর্বে সেই চমকের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি বিরাট কোহলি-ফ্যাফ ডু প্লেসিসের দল। ব্যাটাররা চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে দিলেও বোলাররা রাজস্থান র‌য়্যালসকে আটকাতে পারেনি। এলিমিনেটর ম্যাচ থেকেই আইপিএলকে বিদায় জানাতে হয়েছে বেঙ্গালুরুর। ৪ উইকেটের জয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সাঞ্জু স্যামসনের দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে বেঙ্গালুরুকে আগে ব্যাটে পাঠায় রাজস্থান। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৭২ রানে থামে বেঙ্গালুরু। জবাবে নেমে ১ ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় রাজস্থান।

শুক্রবার চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে রাজস্থান। প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।

১৭৩ রানের লক্ষ্যে রাজস্থানের শুরুটা খারাপ হয়নি। তবে ধারাবাহিকভাবে উইকেট হারায় দলটি। উদ্বোধনী ব্যাটার যশ্বী জয়সওয়াল ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রিয়ান পরাগ। ২৬ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। শিমরন হেটম্যায়ার ১৪ বলে ২৬ রান করে জয়ের ভিত গড়ে দেন। পরে ৮ বলে ১৬ রানের অপরাজিত ক্যামিওতে জয় নিশ্চিত করেন রোভম্যান পাওয়েল।

বেঙ্গালুরুর হয়ে মোহাম্মদ সিরাজ দুটি এবং লোকি ফার্গুসন, কারাণ শর্মা ও ক্যামেরুন গ্রিন একটি করে উইকেট নেন।

আগে ব্যাটে নেমে শুরুটা খুব একটা খারাপ না হলেও ধারাবাহিকভাবে উইকেট হারায় বেঙ্গালুরু। দলে সর্বোচ্চ রান করেন রজত পতিদার। ২২ বলে ৩৪ রান করেন এই ব্যাটার। বিরাট কোহলি করেন ২৪ বলে ৩৩ রান।

এছাড়া মহিপাল লৌমরর ১৭ বলে ৩২ রান, ক্যামেরুন গ্রিন ২১ বলে ২৭ রান এবং ফ্যাফ ডু প্লেসিস ১৪ বলে ১৭ রান করেন।

রাজস্থানের হয়ে আবেশ খান তিনটি এবং রবিচন্দ্রন অশ্বিন দুটি উইকেট নেন।

Scroll to Top