পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার মইন খানকে টিম ডিরেক্টর হিসাবে নিয়োগ দিয়েছে পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।। এক বিবৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ হিসাবে কাজ করেছেন তিনি। তাঁর কোচিংয়েই ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। দুইবার হয় রানার আপ।
🚨 ANNOUNCEMENT 🚨
MOIN KHAN APPOINTED AS TEAM DIRECTOR
The Quetta Gladiators owner Mr. Nadeem Omar and the team management has decided to appoint Pakistan’s former captain and ’92 WC winner Mr. Moin Khan as
Team Director.
Khan has been serving the team as the Head Coach since… pic.twitter.com/umQ6ri2dTS— Quetta Gladiators (@TeamQuetta) December 5, 2023
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমর ও টিম ম্যানেজমেন্ট ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মইন খানকে নয়া দায়িত্বে জন্য শুভকামনা জানিয়েছেন।