কার্বন নিরপেক্ষ রোডম্যাপ বাস্তবায়নের অঙ্গীকার সামিট ও জেরার

কার্বন নিরপেক্ষ রোডম্যাপ বাস্তবায়নের অঙ্গীকার সামিট ও জেরার
কার্বন নিরপেক্ষ রোডম্যাপ বাস্তবায়নের অঙ্গীকার সামিট ও জেরার

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা অব্যাহত রেখে কার্বন নিরপেক্ষ রোডম্যাপ তৈরির উদ্দেশ্যে গতকাল সোমবার সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড এবং জাপানের জেরা করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান জেরা এশিয়া প্রা. লিমিটেড একটি সমঝোতা স্মারক সই করেছে।

এই চুক্তিতে বাংলাদেশে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ত্বরান্বিত করতে এবং প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সামিটের শূন্য কার্বন নির্গমন লক্ষ্যমাত্রা স্থাপন, তা অর্জনের রূপরেখা তৈরি এবং হাইড্রোজেন বা অ্যামোনিয়ার মতো সবুজ-জ্বালানি ব্যবহার করে ডিকার্বনাইজেশনের প্রচেষ্টা জোরদার করবার নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

Scroll to Top