কাবাডি চ্যাম্পিয়নশিপে রূপসা জোনে যশোর-সাতক্ষীরার শুভ সূচনা | চ্যানেল আই অনলাইন

কাবাডি চ্যাম্পিয়নশিপে রূপসা জোনে যশোর-সাতক্ষীরার শুভ সূচনা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে রূপসা জোনের খেলা শুরু হয়েছে মঙ্গলবার। শুভ সূচনা করেছে স্বাগতিক যশোর জেলা। রূপসা জোনে ছেলেদের বিভাগে পাঁচটি এবং নারী বিভাগে সাতটি দল দুটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় স্বাগতিক যশোর ছেলেদের বিভাগের প্রথম ম্যাচে মেহেরপুর জেলাকে ৭১-১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে নারী বিভাগে সাতক্ষীরা দল কুষ্টিয়াকে ৩৪-২০ পয়েন্টে হারিয়ে শুভ সূচনা করেছে।

যশোর জিমনেসিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ।

এবারের জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরো দেশকে আটটি জোনে ভাগ করা হয়েছে। রূপসা জোনের আগে পদ্মা, তিস্তা ও ব্রহ্মপুত্র জোনের খেলা শেষ হয়েছে। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দল নিয়ে আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ হবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।

Scroll to Top