কলকাতায় হোঁচট খেলেন ইধিকা, নতুন ছবিতে ভরাডুবি | চ্যানেল আই অনলাইন

কলকাতায় হোঁচট খেলেন ইধিকা, নতুন ছবিতে ভরাডুবি | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশি ইতিহাস সৃষ্টি করা সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে চলচ্চিত্র পা রাখেন কলকাতার ইধিকা পাল। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে পান তুমুল পরিচিতি! অথচ কলকাতায় সেই নায়িকার নতুন ছবি রীতিমত মুখ থুবড়ে পড়লো!

পশ্চিমবঙ্গে একাধিক টিভি সিরিয়ালে কাজ করলেও ইধিকা জনপ্রিয়তা পান ২০২৩ সালে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয়ের সুবাদে! সেই ছবির অভূতপূর্ব সাফল্যে ২০২৪ সালে ইধিকা ডাক পান দেবের ‘খাদান’ ছবিতে। এই ছবিটিও পশ্চিমবঙ্গে ব্যবসায়িকভাবে সাফল্য পায়।

শাকিব-দেবকে পরপর দুই ছবিতে পেয়ে ইধিকা আলোচনার শীর্ষে উঠে আসেন। চলতি বছর শাকিবের সঙ্গে ‘বরবাদ’ করে ইধিকা আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। ‘বরবাদ’ সাফল্যের পর ইধিকা ‘রাজ কপালী’ তকমা পান!

আগামীতে দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’ নামে একটি ছবি করছেন ইধিকা, যেটি দূর্গা পূজায় পশ্চিবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। ধারণা করা যাচ্ছে, এই ছবিটিও ব্যবসায়িক সাফল্য পাবে। ব্যাক টু ব্যাক সাফল্যের মধ্যে শাকিব-দেব দুই সুপারস্টারের বলয় ছাড়িয়ে সোহমের সঙ্গে সম্প্রতি ‘বহুরূপ’ নামে একটি ছবি করে হোঁচট খেলেন ইধিকা!

২৯ আগস্ট মুক্তি পাওয়া আনুমানিক ৫ কোটি বাজেটের এই ছবিটি ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়েছে! বিভিন্ন সংবাদ মাধ্যমের রিভিউ বলেছে, ‘বহুরূপ’ পশ্চিমবঙ্গের বাংলা ছবিতে একটা দাগ ফেলতে ব্যর্থ হয়েছে। সোহম-ইধিকার ‘বহুরূপ’ দর্শক গ্রহণ করেনি, ফলাফল ফ্লপ!

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় সিনেমার বক্সঅফিস ওয়েব পোর্টাল ফিল্মি ভিয়া জানিয়েছে, ৭দিনে ‘বহুরূপ’ এর গ্রস কালেকশন মাত্র ২৩ লাখ টাকা! আরেক বক্সঅফিস ওয়েব পোর্টাল স্যাকনিল্ক জানায় ‘বহুরূপ’ এর নেট কালেকশন হিসেব। ৬ দিনে সিনেমাটি মাত্র ১০ লাখ টাকা নেট সংগ্রহ করতে সামর্থ হয়েছে!

আকাশ মালাকার পরিচালিত মার্ডার-মিস্ট্রি গল্পকে কেন্দ্র করে নির্মি হয়েছে ‘বহুরূপ’। এর গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, রজতাভ দত্ত, ভরত কল, দেবলীনা দত্ত, রাজা দত্ত, গোপাল তালুকদার, রাজু মজুমদার-সহ আরও অনেকে।

টাইমস অব ইন্ডিয়া তাদের প্রকাশিত রিভিউতে ‘বহুরূপ’-কে পশ্চিমবাংলার জনপ্রিয় ক্রাইম থ্রিলার জনরার বাইশে শ্রাবণ, ভিঞ্চি দা, রবীন্দ্র কাব্য রহস্যের মতো সিনেমার রিপিটেশন বলছে। গল্পের দুর্বলতার পাশাপাশি প্রধান চরিত্রগুলোর রসায়ন পুরোপুরি জমেনি বলেও রিভিউতে উল্লেখ আছে। স্যাকনিল্ক , ফিল্মিভিয়া

Scroll to Top