কতদিন ধরে চাহালের সঙ্গে থাকেন না, আদালতে জানালেন ধনশ্রী! বিয়ে তা হলে ভাঙছেই!

কতদিন ধরে চাহালের সঙ্গে থাকেন না, আদালতে জানালেন ধনশ্রী! বিয়ে তা হলে ভাঙছেই!

02

জানা যাচ্ছে, ২০ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদের মামলার শুনানি ছিল। তবে ধনশ্রীর আইনজীবী অদিতি মোহনী এখনই এই নিয়ে মুখ খুলতে নারাজ। তিনি বলেন, ব্যাপারটা এখনও বিচারাধীন। তাই এই নিয়ে মন্তব্য করা ঠিক নয়। এদিকে, খবর মোটামুটি পাকা, চাহাল ও ধনশ্রীর বিয়ে আর টিকল না। কতদিন ধরে চাহালের সঙ্গে থাকেন না, আদালতে জানালেন ধনশ্রী! বিয়ে তা হলে ভাঙছেই!

জানা যাচ্ছে, ২০ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদের মামলার শুনানি ছিল। তবে ধনশ্রীর আইনজীবী অদিতি মোহনী এখনই এই নিয়ে মুখ খুলতে নারাজ। তিনি বলেন, ব্যাপারটা এখনও বিচারাধীন। তাই এই নিয়ে মন্তব্য করা ঠিক নয়। এদিকে, খবর মোটামুটি পাকা, চাহাল ও ধনশ্রীর বিয়ে আর টিকল না।

Scroll to Top