ওসমানী বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি সোনা উদ্ধার

ওসমানী বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি সোনা উদ্ধার

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের বিজি-২৫২ উড়োজাহাজে করে এসেছিলেন সাঈদ আহমদ ও আবতাপ উদ্দিন। বিমানবন্দরে অবতরণ করার পর যাত্রীদের মালপত্র তল্লাশি করা হয়। তবে সোনায় প্রলেপ থাকায় বিমানবন্দরের তল্লাশিতে তা ধরা পড়েনি। পরে এনএসআইয়ের সদস্যরা ওই দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করেন। তাঁদের চার্জার ফ্যান ও লাইট খুলে সোনা পাওয়া যায়। উদ্ধার করা সোনার মধ্যে ১২০টি বার এবং ৪টি বল আকৃতির যার ওজন ১৭ কেজি ৫০০ গ্রাম।

সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিমানবন্দর এয়ারফ্রেট বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ মামলা করবে।

Scroll to Top