ঢাকা, ২০ জুলাই – বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে দর্শকদের জন্য বড় একটি স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে এসে এবার দর্শকরা নিজের সঙ্গে আনতে পারবেন নিজস্ব খাবার ও পানীয়।
শনিবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, রোববার (২০ জুলাই) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে প্রবেশের সময় দর্শকরা খাবার ও পানীয় সঙ্গে করে নিতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে এসব খাবার ও পানীয় মাঠে প্রবেশের আগে তল্লাশির আওতায় পড়বে।
একবার মাঠে প্রবেশ করলে দর্শকরা আর বাইরে গিয়ে পুনরায় প্রবেশ করতে পারবেন না—এ বিষয়টিও নিশ্চিত করেছে বিসিবি।
দীর্ঘদিন ধরেই মিরপুর স্টেডিয়ামে বাইরে থেকে খাবার নিয়ে ঢোকার অনুমতি ছিল না। এতে দর্শকদের নির্ভর করতে হতো স্টেডিয়ামের ভেতরে থাকা দোকানগুলোর ওপর, যেগুলোর খাবারের মান নিয়ে প্রায়ই প্রশ্ন উঠেছে। দামও ছিল অতিরিক্ত।
বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ‘মুগ্ধ কর্নার’-এর মাধ্যমে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করে প্রশংসিত হয় বিসিবি। এবার খাবার নিয়ে প্রবেশের অনুমতি দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে—২০, ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২০ জুলাই ২০২৫