Last Updated:
Mamata Banerjee New Songs: দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা মোট ১৭টি গান প্রকাশ পেতে চলেছে। বাংলা ভাষা ও বাঙালি অস্মিতাকে কেন্দ্র করে লেখা হয়েছে বেশ কিছু গান। এর মধ্যে একটি নতুন গানেই মুখ্যমন্ত্রী লিখেছেন— “ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান।” গানটি কণ্ঠ দিয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।

এবার পুজোয় প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৭টি গান। বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে বাঙালি অস্মিতার গান বেঁধেছেন মমতা। লিখেছেন, ‘ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান…।’ যা গেয়ে শুনিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
গান লেখা ছাড়াও কবিতা লেখায়ও সিদ্ধহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি প্রায় দেড় হাজার কবিতা লিখে ফেলেছেন বলে জানিয়েছেন নিজেই। তবে গান লেখার উদ্দেশ্যও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী—“মানুষের আনন্দ আর আশার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমি গান লিখি। দুর্গাপুজো আমাদের সর্বজনীন উৎসব। এখানে মিলন, সম্প্রীতি ও আনন্দের বার্তা লুকিয়ে থাকে। আমি চাই আমার গানগুলির মাধ্যমে সেই বার্তাই আরও ছড়িয়ে পড়ুক।”
প্রতিবছরের মতো এবারও কলকাতার বেশ কিছু নামী পুজোয় মমতার লেখা গান বাজবে। আগের বছর সুরুচি সংঘের পুজোর গান তিনি রচনা করেছিলেন। শোনা যাচ্ছে, এবারের টালা প্রত্যয়ের পুজোর গানও লিখবেন তিনি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 06, 2025 9:55 AM IST