এপিএমে বাংলাদেশের দুই সিনেমা, আরো যারা আছেন | চ্যানেল আই অনলাইন

এপিএমে বাংলাদেশের দুই সিনেমা, আরো যারা আছেন | চ্যানেল আই অনলাইন

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (বিআইএফএফ) অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় এশিয়ান প্রজেক্ট মার্কেটকে (এপিএম)। এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র বাজারগুলোর একটি এই আয়োজন, যেখানে উদীয়মান নির্মাতারা তাদের প্রকল্প উপস্থাপন করেন আন্তর্জাতিক প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সামনে। মেলে আর্থিক সহায়তা, যৌথ প্রযোজনার সুযোগ এবং প্রযুক্তিগত সহায়তা।

তরুণ নির্মাতাদের জন্য স্বপ্নপূরণের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত এই প্রজেক্টে এ বছর নির্বাচিত হয়েছে ১৫টি দেশের ৩০টি চলচ্চিত্র প্রকল্প! এর মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি সিনেমা— বিপ্লব সরকার পরিচালিত ‘দ্য ম্যাজিকাল মেন’ এবং শবনম ফেরদৌসি পরিচালিত ‘দ্য সাইলেন্স অব দ্য লুমস’।

‘দ্য ম্যাজিকাল মেন’ সিনেমাটি একাধিক দেশের প্রযোজকদের সমন্বয়ে নির্মিত হচ্ছে। বাংলাদেশের বিপ্লব সরকারের সঙ্গে এই ছবির সহপ্রযোজক হিসেবে আছেন ফ্রান বোর্জিয়া (সিঙ্গাপুর), ফ্রাঁসোয়া ডি’আর্টেমা (ফ্রান্স) এবং শঙ্খজিৎ বিশ্বাস (ভারত)।

অন্যদিকে, বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাসভিত্তিক গল্প নিয়ে নির্মিত ‘দ্য সাইলেন্স অব দ্য লুমস’ পরিচালনা করেছেন মির্জা শবনম ফেরদৌসি। এই সিনেমার প্রযোজক হিসেবে কাজ করছেন রাজিব মহাজন।

এবারের এশিয়ান প্রজেক্ট মার্কেট-এ ৪৪টি দেশ থেকে জমা পড়েছে ৪৫৫টি চলচ্চিত্র প্রকল্প, যা ইতিহাসে সর্বোচ্চ বলে উল্লেখ করেছেন আয়োজকরা। এর মধ্য থেকে বাছাই করা হয়েছে ৩০টি চলচ্চিত্র, যেগুলোর মূল উপজীব্য—সামাজিক বৈষম্য, পারিবারিক সম্পর্ক, লিঙ্গ ও যৌনতা, যুদ্ধ, সীমান্ত বাস্তবতা ইত্যাদি।

চমক হিসেবে এ তালিকায় রয়েছে বলিউড তারকা আলিয়া ভাট-এর নামও। প্রযোজক হিসেবে তার নির্মাণাধীন ছবি ‘ডিফিকাল্ট ডটারস’ নির্বাচিত হয়েছে এ বছরের মার্কেটে। ছবিটি পরিচালনা করছেন আলিয়ার মা সোনি রাজদান।

শুধু তাই নয়, ৩০টি প্রজেক্টের মধ্যে আরো আছেন কানজয়ী ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়া প্রযোজিত ‘দ্য লাস্ট অব দেম প্ল্যাগস’ চলচ্চিত্রটি, এটি পরিচালনা করছেন কুঞ্জিলা মাস্কিলমানী। এছাড়াও ভারত থেকে রয়েছে খাশিয়া ভাষার নির্মাতা প্রদীপ কুরবার ‘মুন’, যিনি এ বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা নির্মাতা ও সেরা ছবির পুরস্কার পেয়েছেন।

আগামী ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বুসানের বেক্সকো (বুসান এক্সিবিশন এন্ড কনভেনশন সেন্টার)-তে অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান প্রজেক্ট মার্কেট। এই আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত নির্মাতারা পেয়ে যাবেন বিশ্ব চলচ্চিত্র শিল্পের গুরুত্বপূর্ণ সংযোগ ও সহায়তা, যা ভবিষ্যতের নির্মাণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

 

Scroll to Top