এনসিপির পদযাত্রায় নাশকতা পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতা আটক – DesheBideshe

এনসিপির পদযাত্রায় নাশকতা পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতা আটক – DesheBideshe

এনসিপির পদযাত্রায় নাশকতা পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতা আটক – DesheBideshe

নেত্রকোণা, ২৭ জুলাই – নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে নাশকতার পরিকল্পনার অভিযোগে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকাল ১০টায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার রাজার বাজারসংলগ্ন খানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবলীগ নেতা হুমায়ুন কবির (৩৫) উপজেলার খলিশাউর পূর্বপাড়া গ্রামের ছোট্ট মিয়ার ছেলে। তিনি খলিশাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

পুলিশ জানায়, হুমায়ুন কবির সামাজিক যোগাযোগমাধ্যমে নেত্রকোণায় এনসিপির পদযাত্রা অনুষ্ঠানে নাশকতা চালানোর চেষ্টা করে উসকানিমূলক পোস্ট দেন। বিষয়টি নজরে আসার পর জেলা ডিবি পুলিশ ও পূর্বধলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, নেত্রকোণায় এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে নাশকতার অভিযোগে যুবলীগ নেতা আটক করে জেলা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ জুলাই ২০২৫

 



Scroll to Top