এক নজরে চ্যাম্পিয়নস ট্রফির সেরা যারা

এক নজরে চ্যাম্পিয়নস ট্রফির সেরা যারা

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫ ০০:৩৭ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ০০:৪৫

ফাইনালের সেরা ক্রিকেটার রোহিত শর্মা

আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উন্মাদনা। সর্বশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে পর্দা উঠেছিল এই ওয়ানডে টুর্নামেন্টের, যেখানে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। ভারতের আপত্তির মুখে এবার হাইব্রিড মডেলে হয়েছে এই টুর্নামেন্ট, ভারতের সব  ম্যাচ হয়েছে দুবাইতে। পাকিস্তান-সহ বাকি সাত দলকেই খেলতে হয়েছে আয়োজক পাকিস্তানের মাটিতে।

রবিবার ভারত-নিউজিল্যান্ড ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামল চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। কিউইদের হারিয়ে রেকর্ড তৃতীয়বার শিরোপা জিতল ভারত। হলো এবারের আসরের অপরাজিত চ্যাম্পিয়ন।  ৮৩ বলে ৭৬ রানের ইনিংসে ফাইনালের সেরা হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২৫২ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাট করেন তিনি। পাওয়ারপ্লের সুবিধা কাজে লাগিয়ে দলকে নিয়ে যান সুবিধাজনক অবস্থানে।

দল হারলেও আসরজুড়ে ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও করেছেন আরেকটি সেঞ্চুরি। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরি এখন এই বাঁহাতি ব্যাটারের। এর আগে গত ওয়ানডে বিশ্বকাপেও তিনটি সেঞ্চুরি করেছেন তিনি।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ইনিংসে ২ সেঞ্চুরিতে করেছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১০৬ স্ট্রাইকরেটে ৬৫ গড়ে করেছেন ২৬৩ রান। বাঁহাতি স্পিনে উইকেটও নিয়েছেন তিনটি।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
রাচিন রবীন্দ্র
রোহিত শর্মা

Scroll to Top