একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে চব্বিশের গণঅভ্যুত্থান – DesheBideshe

একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে চব্বিশের গণঅভ্যুত্থান – DesheBideshe


একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে চব্বিশের গণঅভ্যুত্থান – DesheBideshe

ঢাকা, ২৬ মার্চ – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের অভ্যুত্থান হয়েছে। বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

৫৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন করছে জাতি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শহীদের চরণে ভালোবাসার ফুল দিয়েছেন প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপদেষ্টামণ্ডলী।

এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘৭১ দেশকে জন্ম দিয়েছে, তবে বিগত সময়ে স্বাধীনতার ধারণা নষ্ট করা হয়েছে। একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের অভ্যুত্থান হয়েছে।’

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ২৬ মার্চ ২০২৫



Scroll to Top