একদফা দাবি নিয়ে সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ | চ্যানেল আই অনলাইন

একদফা দাবি নিয়ে সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ | চ্যানেল আই অনলাইন
Nagod

KSRM

সরকার পতনের একদফা দাবি নিয়ে সিলেট অভিমুখে রোডমার্চ করছে বিএনপি। সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের এ রোডমার্চের যাত্রাপথে ৫টি স্থানে পথসভা করে দলটি। সেখানে বিএনপি নেতারা বলেছেন, দেশে-বিদেশে কোথাও বর্তমান সরকারের প্রতি সমর্থন নেই। এবার আর একতরফা নির্বাচন করতে দেয়া হবে না। শান্তিপূর্ণ কর্মসুচিতে দাবি আদায় না হলে প্রয়োজনে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসুচির হুঁশিয়ারি দেন নেতারা।

I Screen Ami k Tumi
Scroll to Top