৬. শীর্ষ ব্যবস্থাপনা স্তরে কোন দক্ষতার গুরুত্ব সবচেয়ে বেশি?
ক. মানবীয়
খ. ধারণাগত
গ. সমস্যা অনুধাবন
ঘ. কারিগরি
৭. আদেশ দানের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ব্যবস্থাপনার কোন মূলনীতির সম্পর্কীয়?
ক. জোড়া মই শিকল
খ. আদেশের ঐক্য
গ. নির্দেশনার ঐক্য
ঘ. নিয়মানুবর্তিতা
৮. এফ ডব্লিউ টেইলরের বাস্তব উপলব্ধি ও গবেষণাকর্মের মাধ্যমে উদ্ভাবিত উপাদান—
i. ক্লান্তিনিরীক্ষা
ii. সময় নিরীক্ষা
iii. গতি নিরীক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ‘Chain of Command’ ব্যবস্থাপনার কোন নীতির মূলকথা?
ক. নির্দেশনার ঐক্য
খ. জোড়া–মই–শিকল
গ. কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে সমতা
ঘ. স্থায়িত্ব
১০. হেনরি ফেয়লের ব্যবস্থাপনায় প্রথম মূলনীতি কোনটি?
ক. আদেশের ঐক্য
খ. কার্য বিভাজন
গ. একতাই বল
ঘ. নির্দেশনার ঐক্য
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.খ ২.খ ৩.গ ৪.ঘ ৫.ঘ ৬.খ ৭.গ ৮.ঘ ৯.খ ১০.খ
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা