উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর গ্রেপ্তার

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক মোহাম্মদ আরিফ হত্যার ঘটনায় পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় রুবেল খান (২৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

নিহত ব্যক্তির পরিবার জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাত নয়টার দিকে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে অপহৃত হন পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ। তাঁকে অপহরণের পর প্রথম দফায় ২৫ লাখ, দ্বিতীয় দফায় ৩৫ লাখ ও তৃতীয় দফায় ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ১ অক্টোবর অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফের ছোট ভাই রিয়াদুল ইসলাম পেকুয়া থানায় একটি অপহরণ মামলা করেন।

Scroll to Top