ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হওয়ার আহ্বান ট্রাম্পের – DesheBideshe

ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হওয়ার আহ্বান ট্রাম্পের – DesheBideshe

ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হওয়ার আহ্বান ট্রাম্পের – DesheBideshe

ওয়াশিংটন, ২৩ ফেব্রুয়ারি – বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ককে নিজের কাজে ‘আরও আক্রমণাত্মক’ হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইলন মাস্ক বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নেতৃত্বে রয়েছেন। গত মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প নতুন এই দপ্তরটি সৃষ্টি করেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইলন মাস্ককে তার প্রচেষ্টায় “আরও আক্রমনাত্মক” হওয়ার আহ্বান জানিয়েছেন। সম্ভবত যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয় হ্রাস করার লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগে (ডিওজিই) মাস্কের ভূমিকার ক্ষেত্রে একথা উল্লেখ করেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইলন একটি দুর্দান্ত কাজ করছেন, কিন্তু আমি তাকে আরও আক্রমণাত্মক হতে দেখতে চাই।”

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, “যুক্তরাষ্ট্রকে বাঁচানো দরকার এবং এই কারণে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে— যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও বড় করা।”

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৫

 



Scroll to Top