৩৮ বছর বয়সী মোহাম্মদ আশরাফুল খেলেছেন ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ২৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ৯ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক আশরাফুল তার পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলছেন। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২২-২৩ মোহামেডান শিবিরে থাকা আশরাফুলের শেষ টুর্নামেন্ট।
মোহামেডান স্পোর্টিং ক্লাব তাই আর্জি জানিয়েছিল তাদের শেষ ম্যাচ যেনো মিরপুরে দেওয়া হয়। মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশের প্রথম সুপারস্টার উল্লেখ করে মোহামেডান চেয়েছিল আশরাফুলের বিদায়ী ম্যাচ একটু জৌলুসময় হবে।
তবে আজ সুপার লিগের সূচি প্রকাশ করা হওয়ার পর দেখা গেছে মোহামেডানের শেষ ম্যাচ হবে বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে।
মোহামেডানের আর্জি ছিল এমন-
‘যেমনটা আমরা সবাই জানি, মোহামেডান স্পোর্টিং ক্লাব শেষ কয়েক ম্যাচ টানা জিতে সুপার লিগে উত্তীর্ন হয়েছে। আমরা এই জয়ের ধারা ধরে রাখতে চাই, খেলতে চাই সেরা খেলাটা।
আমাদের দলে বেশ কিছু দারুণ তরুণ ক্রিকেটার আছে, যেমন আছে মোহাম্মদ আশরাফুলের মত কিংবদন্তীতুল্য ক্রিকেটার, যিনি কিনা বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার।
এই মৌসুমে শেষ করে সে সবধরণের ক্রিকেট থেকে অবসর নিবে।
আমরা সিসিডিএমের সাথে কথা বলেছি এবং অনুরোধ করেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের শেষ ম্যাচ মিরপুরে হোক সকল মিডিয়া হাউজের সামনে।
আমরা আমাদের সেরা ক্রিকেট চালিয়ে আশরাফুলের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে চাই। তাকে সম্মান ও গর্বের সাথে বিদায় দিতে চাই।
সকল কর্তাদের অনুরোধ করা যাচ্ছে তারা যেনো ঐ দিন মাঠে উপস্থিত থাকে। আমরা সময় বলে দিব সিসিডিএম ফিক্সচার প্রকাশ করলে।’
ডিপিএল সুপার লিগের সূচি-
১ মে-
শেখ জামাল বনাম গাজী গ্রুপ- ফতুল্লা
আবাহনী বনাম মোহামেডান- মিরপুর
লেজেন্ডস অব রুপগঞ্জ বনাম প্রাইম ব্যাংক- বিকেএসপি ৩
৪ মে-
শেখ জামাল বনাম মোহামেডান- বিকেএসপি ৩
আবাহনী বনাম প্রাইম ব্যাংক- ফতুল্লা
লেজেন্ডস অব রুপগঞ্জ বনাম গাজী গ্রুপ- মিরপুর
৭ মে-
শেখ জামাল বনাম প্রাইম ব্যাংক- মিরপুর
আবাহনী বনাম লেজেন্ডস অব রুপগঞ্জ- বিকেএসপি ৩
মোহামেডান বনাম গাজী গ্রুপ- ফতুল্লা
১০ মে-
শেখ জামাল বনাম লেজেন্ডস অব রুপগঞ্জ- ফতুল্লা
আবাহনী বনাম গাজী গ্রুপ- বিকেএসপি ৩
প্রাইম ব্যাংক বনাম মোহামেডান- মিরপুর
১৩ মে-
শেখ জামাল বনাম আবাহনী- মিরপুর
লেজেন্ডস অব রুপগঞ্জ বনাম মোহামেডান- বিকেএসপি ৩
প্রাইম ব্যাংক বনাম গাজী গ্রুপ- ফতুল্লা।