আর নেই ভয়! WhatsApp-এ এবার নিজের গোপন ভিডিও মেসেজ পাঠাতে পারবেন পার্টনারকে

আর নেই ভয়!  WhatsApp-এ এবার নিজের গোপন ভিডিও মেসেজ পাঠাতে পারবেন পার্টনারকে

আর নেই ভয়!  WhatsApp-এ এবার নিজের গোপন ভিডিও মেসেজ পাঠাতে পারবেন পার্টনারকে আমরা এত দিনে সকলেই প্রায় বুঝে গিয়েছি যে WhatsApp যখন কোনও নতুন ফিচার রোল আউট করে, সবাই সঙ্গে সঙ্গে তা হাতে পান না। এক্ষেত্রে বিটা সংস্করণের একটা ব্যাপার থাকে, অনেক সময়ে আবার থাকে আইওএস এবং অ্যান্ড্রয়েডের সূক্ষ্ম তারতম্য। কখনও বা আবার ফিচার থেকে যায় স্রেফ টেস্টিংয়ের স্তরেই, শেষ পর্যন্ত আর হাতে আসে না। এবারে তাহলে ব্যাপারটা কী হতে চলেছে?

WABetaInfo-র খবর বলছে যে WhatsApp-এ এবার ভিডিও মেসেজ নামের এক নতুন ফিচার নিয়ে আসা হয়েছে। এই খবর যে সত্যি, তা সংস্থার অফিসিয়াল চেঞ্জলগেও প্রকাশিত হয়েছে। পাশাপাশি, মালিক মার্ক জুকারবার্গও মেটা-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন। WABetaInfo-র খবর বলছে যে WhatsApp-এ এবার ভিডিও মেসেজ নামের এক নতুন ফিচার নিয়ে আসা হয়েছে। এই খবর যে সত্যি, তা সংস্থার অফিসিয়াল চেঞ্জলগেও প্রকাশিত হয়েছে। পাশাপাশি, মালিক মার্ক জুকারবার্গও মেটা-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন।

অতএব, ভিডিও মেসেজ ফিচার এবার ইউজারদের হাতে। ইতিমধ্যেই তা না কি রোল আউট করা হয়েও গিয়েছে। এখানে ইউজার চাইলে সঙ্গে সঙ্গে নিজের ভিডিও করে কোনও কিছুর প্রত্যুত্তর দিতে পারবেন। সাধারণ টেক্সট রিপ্লাই, এমনকী ইমোজি রিপ্লাইয়ের চেয়েও এর আবেদন অনেক ব্যক্তিগত। এই নিয়ে সন্দেহ প্রকাশ করা চলে না। অতএব, ভিডিও মেসেজ ফিচার এবার ইউজারদের হাতে। ইতিমধ্যেই তা না কি রোল আউট করা হয়েও গিয়েছে। এখানে ইউজার চাইলে সঙ্গে সঙ্গে নিজের ভিডিও করে কোনও কিছুর প্রত্যুত্তর দিতে পারবেন। সাধারণ টেক্সট রিপ্লাই, এমনকী ইমোজি রিপ্লাইয়ের চেয়েও এর আবেদন অনেক ব্যক্তিগত। এই নিয়ে সন্দেহ প্রকাশ করা চলে না।

সংস্থাও ইউজারের এই ব্যক্তিগত আবেগের জায়গাটাই ধরতে চেয়েছে। সে কথা মাথায় রেখেই যে এই নয়া ফিচার নিয়ে আসা হল, তা বলা হয়েছে স্পষ্টাস্পষ্টি। জানা গিয়েছে যে ৬০ সেকেন্ডের জন্য মেসেজ হিসেবে ভিডিও রেকর্ড করা যাবে, একই সঙ্গে শেয়ার করা যাবে স্ক্রিনও।এর জন্য় মাইক্রোফোন বাটন ট্যাপ করে ভিডিও মোডে আসতে হবে। পরের ধাপে বাটন হোল্ড করে ভিডিও রেকর্ড করে নিলেই হল। সংস্থাও ইউজারের এই ব্যক্তিগত আবেগের জায়গাটাই ধরতে চেয়েছে। সে কথা মাথায় রেখেই যে এই নয়া ফিচার নিয়ে আসা হল, তা বলা হয়েছে স্পষ্টাস্পষ্টি। জানা গিয়েছে যে ৬০ সেকেন্ডের জন্য মেসেজ হিসেবে ভিডিও রেকর্ড করা যাবে, একই সঙ্গে শেয়ার করা যাবে স্ক্রিনও।এর জন্য় মাইক্রোফোন বাটন ট্যাপ করে ভিডিও মোডে আসতে হবে। পরের ধাপে বাটন হোল্ড করে ভিডিও রেকর্ড করে নিলেই হল।

আক্ষেপের বিষয় হল, বিষয়টা দারুণ হলেও সবার জন্য নয়। এই সুবিধা পাবেন কেবল আইফোনের ইউজাররা। WABetaInfo জানিয়েছে, এই ফিচার ব্যবহার করতে হলে থাকতে হবে iOS 23.16.78, যা অ্যাপ স্টোরে ইতিমধ্যে এসেও গিয়েছে।আর যাঁরা আইফোন ইউজার হওয়া সত্ত্বেও এই ভিডিও মেসেজ ফিচার পাচ্ছেন না, তাঁরা কী করবেন? সামান্য একটু অপেক্ষা, সব ঠিক থাকলে এই সপ্তাহের মধ্যেই এই ফিচার সব আইফোন ইউজারের কাছে পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। আক্ষেপের বিষয় হল, বিষয়টা দারুণ হলেও সবার জন্য নয়। এই সুবিধা পাবেন কেবল আইফোনের ইউজাররা। WABetaInfo জানিয়েছে, এই ফিচার ব্যবহার করতে হলে থাকতে হবে iOS 23.16.78, যা অ্যাপ স্টোরে ইতিমধ্যে এসেও গিয়েছে।আর যাঁরা আইফোন ইউজার হওয়া সত্ত্বেও এই ভিডিও মেসেজ ফিচার পাচ্ছেন না, তাঁরা কী করবেন? সামান্য একটু অপেক্ষা, সব ঠিক থাকলে এই সপ্তাহের মধ্যেই এই ফিচার সব আইফোন ইউজারের কাছে পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে।

Published by:Riya Das

First published:

Tags: Whatsapp

Scroll to Top