আমি আগ্রহী নইঃ করিম বেনজেমা – Allrounder BD

আমি আগ্রহী নইঃ করিম বেনজেমা – Allrounder BD

আমি আগ্রহী নই, এমনই ক্যাপশন লিখে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ফরাসি ফুটবলার করিম বেনজেমা। বিশ্লেষকরা অনুমান করছেন, ওই ৩ শব্দেই (I’m not interested) বিশ্বকাপ ফাইনালে না খেলার কথা নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদ তারকা।

বেনজেমার টুইট

ইনজুরির কারণে ফ্রান্সের বিশ্বকাপ দলে ছিলেন না বেনজেমা। তবে ইনজুরি কাটিয়ে তিনি এখন কাতারে। বেনজেমা চোট কাটিয়ে স্বুস্থ হবার পর ফ্রান্স যখন ফাইনাল খেলা নিশ্চিত করলো, তার পরপরই ফরাসি গণমাধ্যম আলোচনা শুরু হয়েছিলো, কাতার বিশ্বকাপের ফাইনালে বেনজেমা খেলবেন, কিনা!

সংবাদমাধ্যম এবং ভক্তদের আলোচনার পালে বাতাস দিয়েছিলো আরেকটা ঘটনা। থাইয়ের চোটে বেনেজেমা ছিটকে গেলেও তার বদলে স্কোয়াডে অন্য কোন ফুটবলারকে ডাকেননি কোচ দিদিয়ের দেশম। নিয়ম অনুযায়ী, দল চাইলে বাকি থাকা ওই জায়গায় বেনজেমাকে নিতে পারবে ফ্রান্স। যে কারণে, ফাইনালে করিমের খেলার সম্ভাবনা নিয়ে অনেকেই ইতিবাচক ছিলেন, গণমাধ্যমে খবরও হয়েছে একের পর এক।

প্রেস কনফারেন্সে দিদিয়ের দেশমকেও এই ইস্যুতে কথা বলতে হয়েছে। সেখানেও ফাঁক রেখেছিলেন খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা ফরাসি হেড কোচ। দেশম তখন “হ্যাঁ” অথবা “না”; এমন কোন উত্তরই দেননি। বলেছিলেন, “এই ব্যাপারে কথা বলতে চাই না, পরের প্রশ্ন করুন”

এখন বেনজেমার ইনস্টাগ্রাম পোস্টের পর, তার ফাইনালের খেলা নিয়ে আর কোন ধোঁয়াশা রইলো না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

চলতি বিশ্বকাপে করিম বেনজেমাকে ছাড়াই দারুণ ছন্দে আছে ফ্রান্সের আক্রমণভাগ। গোল পাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে (৫ গোল) এবং তার সঙ্গী অলিভিয়ের জিরু (৪ গোল)। সে হিসেবে তাদের ছন্দ বি দলীয় সমন্বয় ভেঙ্গে হঠাৎই পুরো টুর্নামেন্ট না খেলা একজন খেলোয়াড়কে ফাইনালের মতো বড় মঞ্চে খেলানোটাও যুক্তিসঙ্গত নয় বলেই গেল কয়েক দিনে মন্তব্য করেছেন সাবেক তারকা ফুটবলাররা।

Scroll to Top