জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে পুলিশের সঙ্গে তর্কে লিপ্ত হওয়া রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজাকে (২৫) আটকের পর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
অন্যদিকে ‘আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন’ পুলিশকে এ রকম নানা কথা বলা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কার করেছে।
জানা গেছে, জনৈক ব্যক্তির দায়ের করা মামলার তদন্তে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে যান ফরিদগঞ্জ থানার এসআই খোকন। মঙ্গলবার রাতে তিনি গৃদকালিন্দিয়া বাজারের একটি চায়ের দোকানে অভিযুক্ত রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজার সঙ্গে কথা বলার একপর্যায়ে তাকে পুলিশের সঙ্গে থানায় যেতে বললে সে পুলিশের সঙ্গে অসদাচরণ করে। এক পর্যায়ে সে ‘আমাকে থানায় নিতে হলে, ওসিকে আসতে বলেন। না হলে, আমি যাব না’সহ নানা অসংলগ্ন কথা বলেন; যা উপস্থিত কিছু লোক মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করলে তা ভাইরাল হয়ে পড়ে।
থানার এসআই খোকন জানান, ওই ছাত্রদল নেতা তার সঙ্গে খারাপ আচরণ করে এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, ওই এলাকার একটি দোকানের সামনে থেকে ছাত্রদল নেতা শাওন কাবী রিজাকে (২৫) গ্রেফতার করতে গেলে তিনি বাধা দেন এবং পুলিশের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে সড়কে যানবাহনের গতিরোধ করে চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়েরের পর বুধবার চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে ছাত্রদলের পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কার করেছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত অনুযায়ী রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজাকে দল থেকে বহিষ্কার করা হয়।