শাম্মি সিলভা ২০২৩-২৫ মেয়াদের জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সিলভা তার তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন এবং দ্বিতীয়বার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগের কার্যনির্বাহী কমিটির প্রায় সবাই পুনরায় নির্বাচিত হয়েছেন কোনোপ্রকার প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই।
শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি) তৃতীয় দফায় সভাপতি নির্বাচিত হলেন শাম্মি সিলভা। শাম্মি এবং তার প্যানেলের প্রায় সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন মেয়াদে নির্বাচিত হওয়ায় আগামী ২ বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত শাম্মি সিলভার অধীনে চলবে লঙ্কান ক্রিকেট বোর্ড।
Congratulations to Mr. Shammi Silva on being elected uncontested as the President of Sri Lanka Cricket for the upcoming term. 🏏🎉#SLC #lka pic.twitter.com/WK3Qmz1E9A
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) May 20, 2023
শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচন কমিটি আজ এসএলসির প্রেসিডেন্ট হিসেবে সিলভার নাম ঘোষণা করেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এবারের নির্বাচনে শুধু শাম্মি সিলভা-ই নয়, বোর্ডের গত নির্বাহী কমিটি থেকে মোহন ডি সিলভা সাধারণ সম্পাদক এবং রাভিন ভিক্রমারাত্নে ও জয়ন্ত ধর্মদাসা সহ সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন; তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
সুজিভা গোদালিয়াড্ডা কোষাধ্যক্ষ পদে আছেন নতুন মেয়াদে। সহকারী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ক্রিসান্থা কাপুওয়াথা। তবে লাসান্থা বিক্রমাসিংহে নাম প্রত্যাহার করায় সহকারী কোষাধ্যক্ষ পদ শূন্য আছে, দ্রুতই সিদ্ধান্ত জানাবে এসএলসি।
বার্ষিক সাধারণ সভার পর গণমাধ্যমের সামনে সিলভা জানিয়েছেন তার লক্ষ্য ও পরিকল্পনা, ভারতের সাথে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার পরিবর্তে শ্রীলঙ্কা একক দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজক হতে চায়।
‘আমরা আমাদের হারিয়ে যাওয়া বিশ্বকাপ আয়োজকের সুযোগ ফিরে পেতে চাই। আমরা ২০২৬ সালে এককভাবে বিশ্বকাপ আয়োজন করা থেকে বাদ পড়েছিলাম, কারণ আন্তর্জাতিক সুবিধা সম্পন্ন আমাদের পর্যাপ্ত মাঠ ছিল না। আগামী সময়ে, আমরা চাই শ্রীলঙ্কা আরও বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করুক। একই সাথে যদি আমাদের আরও বেশি স্টেডিয়াম প্রস্তত থাকে তবে আমরা আরও কিছু টুর্নামেন্ট পেতে পারি যে টুর্নামেন্টগুলো শ্রীলংকায় হওয়ার কথা থাকলেও এখন অন্য দেশে খেলা হচ্ছে।’
সিলভা আরও জানান যে কলম্বোর ১২ মাইল দূরে উন্নত ফ্লাডলাইট বিশিষ্ট একটি নতুন স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।