আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের যে চিত্র | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়ে ফলাফলও প্রায় চূড়ান্ত। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচন উপলক্ষে বেশ কিছুদিন ধরেই ব্যস্ত সময় পার করছে দেশের সংবাদমাধ্যমগুলো। দেশের গণমাধ্যমগুলোর পাশপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ ঢালাও করেই প্রচারিত হয়েছে বাংলাদেশের নির্বাচনের খবর। ভোটগ্রহণ থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে নির্বাচনের নানান বিষয়। 

এনডিটিভি, এএনআই, ডিডি মেট্রো, ডব্লিউআইওন-এর মতো মূলধারার ভারতীয় মিডিয়াসহ, সিএনএন, আলজাজিরা, আরব নিউজ, রয়টার্সের মত সংবাদ মাধ্যমগুলো সকালে ভোটগ্রহণ শুরুর সময় থেকেই বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ কিছু খবর প্রচার করেছে। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউজ স্ট্রীম এবং দ্য ওয়্যারও ভোটের খবর প্রচার করেছে।

Bkash

 

ভোট শেষ হওয়ার পর এনডিটিভি তাদের এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের শেখ হাসিনা ৫ম মেয়াদে জয়ী হয়েছেন।এএনআই সারাদিনে পৃথক শিরোনামে দিয়ে তিনটি প্রতিবেদন তুলে ধরেছে, অন্যদিকে হিন্দুস্তান টাইমস “বাংলাদেশের নির্বাচন: ‘৫ম বারের মত জয়ী হলেন শেখ হাসিনা ” শিরোনামে সংবাদ প্রচার করেছে। টাইমস অব ইন্ডিয়া পৃথক ক’টি প্রতিবেদন এবং “ভূ-রাজনীতির দোলাচলে ‘বাংলাদেশের নির্বাচন-২০২৪’: ভারতের সতর্ক দৃষ্টি” শিরোনামে প্রখ্যাত ভারতীয় লেখক ও পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ শচীন পরাশরের লেখা একটি উপ-সম্পাদকীয় প্রকাশ করেছে। আনন্দবাজারের শিরোনাম ছিল, ‘চার ঘণ্টায় ২০ শতাংশ ভোটও পড়ল না, বাংলাদেশে নির্বাচনী হিংসায় নিহত এক’।

Reneta June

“বাংলাদেশে ভোটাররা সন্ত্রাস ও বিরোধীদের বয়কটজনিত পরিস্থিতির মধ্যেও নির্বাচনে ভোট দিয়েছেন” শিরোনামে দ্য হিন্দু একটি প্রতিবেদন ছেপেছে। ভোট প্রক্রিয়া বানচাল করতে ১৮টি অগ্নিসংযোগ করা হয়েছে বলে পত্রিকাটি রিপোর্ট করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস, বিজনেস স্ট্যান্ডার্ড এবং অন্যান্য ভারতীয় সংবাদপত্রও বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ইংরেজি ভাষার ভারতীয় গণমাধ্যম ছাড়াও, হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ভাষার সংবাদপত্রে বাংলাদেশের নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাতেও বেশ কয়েকটি সংবাদ প্রকাশিত হয়েছে নির্বাচন নিয়ে। ‘বাংলাদেশে সাধারণ নির্বাচনে ভোট বর্জন করেছে বিরোধীরা’, ‘বিরোধীদের বয়কট করা নির্বাচনের ভোট গণনা করেছে বাংলাদেশ’ এর মধ্য অন্যতম। নির্বাচন নিয়ে লাইভ রিপোর্টও প্রচার করেছে আল-জাজিরা যার শিরোনাম ছিল, বিরোধী দলের নির্বাচন বর্জনের মধ্যেই ভোটগ্রহণ চলছে।

 

বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশের নির্বাচনে ভোটারের সংখ্যা কম, ক্ষমতায় থাকছে শেখ হাসিনা। ভোটের দিন বিবিসির শিরোনাম ছিল, ‘বাংলাদেশে নির্বাচনের আগে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ’। খবরে বলা হয়েছে, বাংলাদেশে নির্বাচনের আগেই সহিংসতার ঢেউ দেখা গেছে। ভোট শেষে বিবিসি ‘বাংলাদেশের নির্বাচন: বিতর্কিত ভোটে চতুর্থবারের মতো জয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সকালে দ্যা গার্ডিয়ান শিরোনাম করেছে, বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো ক্ষমতায় আসছেন শেখ হাসিনা।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর শিরোনামে বলা হয়েছে, বিরোধীদের বয়কটের পরও বাংলাদেশে চলছে ভোট গ্রহণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতেই বাংলাদেশে ভোটার সংখ্যা কম।

আরেক প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের শিরোনাম—‘দমন-পীড়ন ও বর্জনে বিপর্যস্ত বাংলাদেশের নির্বাচন, ভোট গ্রহণ চলছে’। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল কী হবে, তা আগেই অনুমান করা যাচ্ছে। মোটাদাগে বলতে গেলে, এটি একটি একতরফা নির্বাচন। ভোট নিয়ে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কম দেখা গেছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে অন্তত ১৮টি নাশকতার ঘটনা ঘটেছে। তবে নির্বাচনের দিন পরিস্থিতি বলতে গেলে শান্তিপূর্ণ ছিল। মোটামুটি ৪০ শতাংশ ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। প্রধান বিরোধীদের নির্বাচন বর্জনের কারণে টানা চার মেয়াদে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার পথ সুগম হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো ক্ষমতায় থাকার নিশ্চয়তা দেওয়া নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।


জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ায় ‘বাংলাদেশে উত্তেজনাপূর্ণ ভোটাভুটির পর এবার ফল প্রকাশের পালা, আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা’ শিরোনামে খবরে বলা হয়েছে, বাংলাদেশে এবারের নির্বাচনই কেবল ব্যাপক সমালোচনার মুখে পড়েনি। ২০১৪ সালের নির্বাচনও বর্জন করেছিল বিএনপি। ওই নির্বাচনে ১৫৩ আসনে বিনা ভোটে জিতে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আওয়ামী লীগ।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, প্রধান বিরোধী দলের বয়কট এবং ভোটের আগে সহিংসতার মধ্যেই সাধারণ নির্বাচনে টানা চতুর্থ এবং সামগ্রিকভাবে পঞ্চম মেয়াদে জয়ী হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জানুয়ারির নির্বাচনে টানা ৪র্থ মেয়াদে জয়ী হতে চলেছেন। সৌদি আরবভিত্তিক গণমাধ্যম আরব নিউজ বলেছে, বিরোধীদের বয়কট করা নির্বাচনে ভোটারের কম উপস্থিতি দেখলো বাংলাদেশ।

Scroll to Top