আজও টস জিতলেন সাকিব, একাদশে এক পরিবর্তন

আজও টস জিতলেন সাকিব, একাদশে এক পরিবর্তন
আজও টস জিতলেন সাকিব, একাদশে এক পরিবর্তন

পাল্লেকেলে থেকে লাহোর হয়ে বাংলাদেশের এশিয়া কাপ মিশন এবার কলম্বোয়। এবারের এশিয়া কাপে দুই দেশ মিলিয়ে এরমধ্যেই টসের হ্যাটট্রিক করে ফেলা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আজও জিতলেন টস। সুপার ফোরের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তার দল আগে করবে বোলিং।

বাংলাদেশ এশিয়া কাপে তিনটি ম্যাচ খেলে ফেলেছে। দল হিসেবে মাঠের খেলায় ধারাবাহিকতা খুঁজে না পেলেও অধিনায়ক সাকিব আছেন টস জয়ের দারুণ ছন্দে। তবে এবার আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সাকিব।

বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। আফিফ হোসেন ধ্রুবকে বসিয়ে নেওয়া হল একজন বাড়তি স্পিনার, নাসুম আহমেদকে। 

আগের তিন ম্যাচে যথাক্রমে ১৬, ২৮ ও ২০ রানের ইনিংস খেলা ওপেনার মোহাম্মদ নাইম শেখ টিকে গেছেন সেরা একাদশে। 

ওয়ানডেতে টানা ১২ ম্যাচে জয় পাওয়া শ্রীলঙ্কা আজ নামছে ১৩তম জয়ের খোঁজে। গ্রুপ পর্বে বাংলাদেশকে তারা হারিয়েছিল ৫ উইকেটে, সুপার ফোরে এসে বদলা নেওয়ার অপেক্ষায় টিম টাইগার্স। আর তাহলেই ভেঙে যাবে লঙ্কানদের জয়ের রেকর্ড।

বাংলাদেশ একাদশ–

মোহাম্মদ নাইম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ–

পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা (অধিনায়ক), মাহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লাগে, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।

Scroll to Top