এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্থার প্রতিবাদে মশালমিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীতে মশাল মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
রাজধানীর পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে পল্টন মোড়, প্রেসক্লাব, বিজয়নগর পানির ট্যাংকের মোড় ঘুরে আল রাজীর সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় যুব অধিকার পরিষদের নেতারা সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্থার নিন্দা জানান। সেই সঙ্গে হেনস্থাকারীদের পাসপোর্ট বাতিল এবং তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।