অ্যথলেটিকস: এগারোতম দিনের পাঁচ ইভেন্টে সোনা জিতল যারা | চ্যানেল আই অনলাইন

অ্যথলেটিকস: এগারোতম দিনের পাঁচ ইভেন্টে সোনা জিতল যারা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্যারিস অলিম্পিকের ১১তম দিনে অ্যাথলেটিকসের পাঁচটি ইভেন্টে গড়িয়েছিল পদকের। লড়াইয়ে ভিন্ন ভিন্ন ইভেন্টে সোনা জিতেছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, স্পেন, মরক্কো ও জ্যামাইকা।

মেয়েদের পোল ভল্টে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার নিনা কেনেডি। এই ইভেন্টে অস্ট্রেলিয়ার প্রথম স্বর্ণপদক এটি। রৌপ্য জিতেছের যুক্তরাষ্ট্রের কেটি মুন। ব্রোঞ্জ পেয়েছেন কানাডার আলিশা নিউম্যান।

ছেলেদের ৪০০ মিটার দৌড়ে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দিয়েছেন কুইন্সি হল। ৪৩.৪০ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ৪৩.৪৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন গ্রেট ব্রিটেনের ম্যাথু হাডসন স্মিথ। ৪৩.৭৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন জাম্বিয়ার মুজলা সামুকোঙ্গা।

ম্যারাথনের মিশ্র রিলে রেসে সোনা জিতেছেন স্পেনের মার্টিনা পেরেজ ও আলভারো মার্টিন। এই ইভেন্টে প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন তারাই। রৌপ্য জিতেছেন ইকুয়েডরের ব্রায়ান পিনতাদো এবং মোরেয়ন। ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার রাইদিয়ান কাউলি এবং জেমিমা মনট্যাগ।

ছেলেদের ৩০০০ মিটার স্টেপলচেজে চ্যাম্পিয়ন স্বর্ণপদক ধরে রাখলেন মরক্কোর সৌফিয়ানে এল বাক্কালি। ৮ মিনিট ৬.০৫ সেকেন্ড সময় নেন তিনি। যুক্তরাষ্ট্রের কেনেথ রুকস রৌপ্য জিতেছেন। ব্রোঞ্জ পেয়েছেন কেনিয়ার আব্রাহাম কিবিওত।

ছেলেদের ডিসকাস থ্রোতে সোনা জিতে চমক দেখিয়েছেন জ্যামাইকার রোজে স্টোনা। ৭০ মিটার ছুঁড়ে মাইকোলাসের অলিম্পিক রেকর্ডও এখন তার। ২০০৪ এথেন্স অলিম্পিকে ছেলেদের ডিসকাস থ্রোয়ে ৬৯.৮৯ মিটারে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন লিথুয়ানিয়ার ভিরজিলিয়ুস আলেকনা। রৌপ্য জিতেছেন ভিরজিলিয়ুসের ছেলে মাইকোলাস আলেকনা। ৬৯.৯৭ মিটার দূরত্ব পার করে ২০ বছর পর বাবার রেকর্ড ভেঙেছেন। ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাথু ডেনি।

Scroll to Top