কলকাতা: আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের জন্মদিনে নৈহাটিতে বড়মার মন্দিরে সকাল সকালই শুরু হয়েছে যজ্ঞ। একাধিক জায়গায় গতকাল রাত থেকেই লাগানো হয়েছে পোস্টার, হোর্ডিং।
বিশেষত যে এলাকার সাংসদ তিনি, সেই ডায়মন্ড হারবারেও শুভেচ্ছা বার্তা ও পোস্টার পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা এলাকা। জন্মদিনের শুভেচছা জানিয়ে নেতাকে আগাম অভিনন্দন জানিয়েছেন এলাকার দলীয় কর্মীরা।
পায়ে পায়ে ৩৬। গতকাল ঘড়ির কাঁটা রাত ১২টা পেরোতেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ঢল নেমেছে। কেউ তাঁদের প্রিয় নেতার দীর্ঘায়ু কামনা করছেন, তো কেউ আবার তাঁর রাজনৈতিক কেরিয়ার আরও বর্ণময় হওয়ার প্রার্থনা করেছেন। কেউ বা শুধুই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দলের তরফেও আজ নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের জন্মদিনটি সেলিব্রেট করার তৎপরতা নেওয়া হয়েছে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে তৃণমূলের নেতা-কর্মীরা অভিষেকের জন্মদিন নানা অনুষ্ঠান-কর্মসূচির মধ্য দিয়ে পালন করবেন। অভিষেক বন্দ্যেপাধ্যায়ের মঙ্গল কামনায় প্রার্থনা যজ্ঞের আয়োজন হয়েছে মন্দিরে মন্দিরে। কোথাও আবার কেক কেটে প্রিয় নেতার জন্মদিন পালন করবে তৃণমূল।
Published by:Sanjukta Sarkar
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।