আসন্ন আইপিএলে ফের অধিনায়ক হিসেবে ফিরতে পারেন বিরাট কোহলি! ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, নিলাম থেকে ‘যোগ্য’ কাউকে না পেলে ফের বিরাটের ঘাড়েই অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ। তবে কোহলি তাতে রাজি হবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ট্রফির খরা কাটাতে মেগা নিলামে দল ঢেলে সাজাতে চাইছে আরসিবি। গত তিন মৌসুমের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিসকে সম্ভবত আর রিটেন করা হবে না। নিলামের আগে আরসিবি কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল শুভমান গিলের সঙ্গে। তাকে নিলামে কিনে নিয়ে অধিনায়কত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষমেশ গিল গুজরাট টাইটান্স ছাড়তে চাইছেন না বলেই খবর। সেক্ষেত্রে আরসিবি তাকে পাচ্ছে না।
অধিনায়ক হিসাবে গিলই ছিল আরসিবির প্রথম পছন্দ। আরও কয়েকজনের নাম রয়েছে তাদের পছন্দের তালিকায়। যদিও তাদের মধ্যে কতজন নিলামে উঠবেন, উঠলেও তাদের পাওয়া যাবে কি না, সেসব নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে ম্যানেজমেন্টের মনে। শেষমেশ পছন্দসই কাউকে না পাওয়া গেলে বিরাটকেই ফের অধিনায়ক হওয়ার জন্য অনুরোধ করা হতে পারে বলে আরসিবি সূত্রের খবর।
২০২১ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করছেন বিরাট কোহলি। কিন্তু টানা ব্যর্থতার জেরে আচমকাই অধিনায়কত্ব ছাড়েন তিনি। ঘটনাচক্রে তার পরের তিন বছরেও আরসিবির পারফরম্যান্সে বিশেষ উন্নতি হয়নি। ম্যানেজমেন্ট মনে করছে, ২০২১ সালের আগে বিরাটের ওপর অনেক রকমের চাপ ছিল। তখন ভারতের জাতীয় ফলের অধিনায়ক ছিলেন তিনি। নিয়মিত খেলতেন তিন ফরম্যাটে। কিন্তু এখন তিনি অনেকটাই চাপমুক্ত।
কোনও ফরম্যাটেই আর ভারতের অধিনায়ক নন কোহলি। টি-টোয়েন্টিতে আর খেলেন না। ফলে অনেকটাই চাপমুক্ত তিনি। তাই নতুন করে আরসিবির অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলে তিনি রাজি হলেও হয়ে যেতে পারেন। তবে সবটাই নির্ভর করছে নিলামে আরসিবি তেমন কাউকে তুলে নিতে পারছে কিনা, সেটার ওপর।